কলকাতায় “রবীন্দ্র-নৃত্যশিল্প” গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ
গত ৩১শে ডিসেম্বর ২০২৪ বিড়লা একাডেমী অফ্ আর্ট এন্ড কালচারে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো ডঃ কাবেরী চট্টোপাধ্যায়ের গবেষণা গ্রন্থ রবীন্দ্র-নৃত্যশিল্প। শ্রীমতী কাবেরী চট্টোপাধ্যায় স্বনামধন্য মণিপুরী নৃত্যশিল্পী এবং নৃত্য বিষয়ের গবেষিকা।