রবীন্দ্রনাথ নৃত্যকলাকে বাংলার সৃষ্টি ও সংস্কৃতির জগতে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন এবং সৃষ্টি করলেন এক অসামান্য নৃত্যশৈলী। নৃত্যশৈলিটি ‘রবীন্দ্রনৃত্য’ নামে পরিচিত।এই নৃত্যশিল্প সৃষ্টির ইতিহাস, রবীন্দ্রনাথের নৃত্যচিন্তা ও যাবতীয় খুঁটিনাটি বিষয় গুলি জানার আগ্রহ থেকেই এই গবেষণা মূলক কাজ। এই বইটি রবীন্দ্রনৃত্যের শিক্ষার্থী, নৃত্যশিল্পী, সহ রবীন্দ্রানুরাগীদের ৠদ্ধ করবে।
ডঃ কাবেরী চট্টোপাধ্যায় শিশুকাল থেকে শান্তিনিকেতনে বেড়ে ওঠেন ও বিশ্বভারতীর পাঠভবন ও সঙ্গীতভবনে পড়াশোনা করেন।সঙ্গীতভবনে মনিপুরী নৃত্যে স্নাতক ও স্নাতকোত্তর উপাধি এবং ভারত সরকারের জাতীয় বৃত্তি লাভ করেন।বিশ্বভারতীতে রবীন্দ্রনৃত্য নিয়ে গবেষণা করে নৃত্যে তিনি প্রথম ডক্টরেট উপাধি অর্জন করেন ২০০৫ সালে।
তিনি একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী।চিত্রাঙ্গদা, চন্ডালিকা ও শ্যামা নৃত্যনাট্য গুলিকে চলচ্চিত্র আকারে ধ’রে রেখেছেন। ।পৃথিবীর বিভিন্ন প্রান্তে নৃত্য প্রদর্শন ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে ইয়োরোপে Institute of Cultural Diplomacy তে ভারতীয় নৃত্য ও রবীন্দ্রনৃত্য বিষয়ক বক্তৃতা দিয়েছেন একাধিকবার। পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন নৃত্য কর্মশিবিরে নৃত্য শিক্ষা দিয়েছেন।
বর্তমানে রবীন্দ্র নৃত্যশিল্প প্রচার, প্রসার ও মঞ্চস্থ ছাড়াও উদ্যত হয়েছেন আধুনিক প্রযুক্তি বিদ্যার মাধ্যমে রবীন্দ্রনৃত্য কে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী ও রবীন্দ্র অনুরাগী দর্শকদের কাছে পৌঁছে দিতে।